সাহিত্যের দিন প্রতিদিন

 

    আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি 



তপন উবাচ

দরজার দুপাশে দুই সানন্দ মাধবীলতা

প্রতিদিন ডানা নাড়ে 

কখন তুমি ঘরে ঢুকবে বা বেরোবে

তোমাকে একটু ছুঁতে পারলেই তাদের অপারসুখ;


অনেকদিন হল তুমি চলে গেছ

মাধবীলতারা আজও শতাব্দীসমান প্রতীক্ষায়

কখন তুমি আবার ফিরে আসবে কলহাস

থুতনি নেড়ে বলবে, কেমন আছো?


আলোকচিত্র  : মানসী বন্দ্যোপাধ্যায় , মংপুতে যে- বাড়িতে রবীন্দ্রনাথ ছিলেন তার প্রবেশপথ।

মন্তব্যসমূহ