সাহিত্যের দিন প্রতিদিন


    আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি 




 

তপন উবাচ

কত কিছু লেখা থাকে প্রাচীন বৃক্ষের বল্কলে

সেই সন্ধাভাষ কি বুঝি আমি? তবুও চেষ্টা করি

আমার ব্যর্থতা দেখে বৃক্ষটি মৃদু হেসে বলে,

তরুবর-ভাষা বোঝে শুধু তার আরত বল্লরী।

আলোকচিত্র : ড. অশোককুমার দাস , শান্তিনিকেতন





মন্তব্যসমূহ