তৃণমূলের ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি যাচাই করবে বিজেপি - সায়ন্তন

এই মুহূর্তের ঝলকঃ 

তৃণমূলের ভুয়ো ভোটার রুখতে রাজ্যের বাইরে থাকা ৪৫ লক্ষ পরিযায়ীকে ফিরিয়ে আনা হবে -  সায়ন্তন বসু 



 শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ ‘তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার দিয়ে বিধানসভা নির্বাচন জয়ের চেষ্টা করছে, কিন্তু তৃণমূলের এই প্রয়াস সফল হবে না’- বুধবার ফুলেশ্বরি বাজারে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। 

তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘রাজ্য হঠাৎ করেই ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।ভোটার বৃদ্ধির হার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সবথেকে বেশী।এই ভোটাররা হতে পারে বাংলাদেশ থেকে এসেছেন অথবা ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছেন।তবে এসব করে রাজ্য সরকারের কোনো লাভ হবে না।বিজেপি কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড যাচাই করবেন।এছাড়াও পশ্চিমবঙ্গের ৪৫ লক্ষ যুবক যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের নিয়ে আসা হবে'।

মন্তব্যসমূহ