সাহিত্যের দিন প্রতিদিন

 

    আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি 




তপন উবাচ

কুয়াশা ভেজানো পথ সহসা দুদিকে বাঁক নিয়ে

পথিককে ধন্দে ফেলে--কোনদিকে সঠিক সড়ক

শীতবস্ত্রের মতো সারা গায়ে কুয়াশা জড়িয়ে

দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে হেঁটে যায় যেদিকে দুচোখ।

আলোকচিত্র  : উত্তরা চাকমা , হেরিটেজ পার্ক, আগরতলা





মন্তব্যসমূহ