সাহিত্যের দিন প্রতিদিন


   আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি

 


তপন উবাচ

দুপাশ জুড়ে গাছগাছালি মধ্যে পথ

একফালি সেই সরুপথ ধরে হাঁটতে থাকি

শালসেগুনরা কাঁধ ছুঁয়ে যায় মিত্রবৎ

নাসারন্ধ্র লেবুর গন্ধে মাখামাখি;

শুনতে পাই পেঁপেপাতার ফিসফিসানি

গুল্মলতার স্পর্শে কাঁপে গাত্ররোম

জলপাইপাতা নিচু হয়ে দেয় হাতছানি

মেধার মধ্যে আঁচড় কাটছে সবুজ ওম।

আলোকচিত্র  : ডাঃ সুগত মুখার্জী





মন্তব্যসমূহ