বছর শেষেও মিটল না চা শ্রমিকদের ন্যুনতম মজুরির দাবি

আজও মিটল না উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যুনতম মজুরির দাবি 


 
নিজস্ব সংবাদদাতা ,   ৩১ ডিসেম্বরঃ গত২৩ ডিসেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে স্টাফ ও সাব স্টাফ দের সাথে মালিক কর্তৃপক্ষের ত্রিপাক্ষিক বৈঠক কলকাতাতে অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে  কোন সমস্যার সমাধান হয়নি যার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন  চা বাগানের চা ফ্যাক্টরির গেটের সামনে বিভিন্ন চা বাগানের স্টাফ ও ও সাব স্টাফ রা  গেট মিটিং করেন। ন্যূনতম মজুরির চালু না হওয়া পর্যন্ত পূর্বের মজুরি বহাল রাখা ও অবসরের বয়সসীমা৬০ বছর পর্যন্ত করা এই দাবি নিয়ে বিভিন্ন চা বাগানের চা ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিং করা হয়।  ঘন্টা খানেক গেট মিটিং হওয়ার পর সবাই আবার কাজে যোগদান করেন।

মন্তব্যসমূহ