উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 

এই মুহূর্তের খবর ঝলক 

বিধায়ক তহবিলের টাকায় সংস্কার শিলিগুড়ির ৬টি ফুটবল মাঠ



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ টেবিল টেনিসের শহর হিসেবে পরিচিত শহর শিলিগুড়ি।বহু নামীদামী খেলোয়ারের জন্ম এই শহরে।  শুধু টেবিল টেনিস নয়,ফুটবলেও সুনাম কুড়িয়েছে এই শহর।তবে বর্তমানে সবই অতীত।শহরের মাঠগুলি সংস্কারের অভাবে খেলাধূলো থেকে বিরত হচ্ছে খুদেরা।আর সেই কারনেই শহরের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলার উন্নয়নে বদ্ধপরিকর শিলিগুড়ি পুরনিগম।

শিলিগুড়ির ৬টি মাঠকে বিধায়ক তহবিলের অর্থে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন তারা।শুধু ফুটবল নয়,টেবিল টেনিসকেও ছন্দে ফেরাতে ১০টি বোর্ড বিভিন্ন ক্লাবকে দেওয়ার পরিকল্পনা গ্রহন করা হয়েছে পুরনিগমের তরফে।আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান প্রশাসক অশোক ভট্টাচার্য।

মন্তব্যসমূহ