কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে পারে রাজ্যে ২০২১ এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য দিন ক্ষণ

 রাজ্যে ২০২১ এর বিধান সভা নির্বাচন কি এপিলেই ? 


সজল দাশগুপ্ত , কলকাতা , ৮ জানুয়ারিঃ সব রাজনৈতিক দলের এখন সাজো সাজো রব। সামনে ২০২১ এর বিধানসভার মহারণ। এদিকে কবে হবে এই ভোট সেই নিয়েও জল্পনা তুঙ্গে। অনেকে ভাবছেন , আগে পুরসভার নির্বাচন করে অ্যাসিড টেস্ট করে নেবে রাজ্যের বর্তমান সরকার। তবে একটি সুত্র জানাচ্ছে, আগে বিধানসভা , পরে পুর সভা। একটি বিশস্থ সুত্র মারফত জানা গেছে,  রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কিছু তথ্য । সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসের শুরুতে শুরু হবে রাজ্যে বিধানসভা নির্বাচন মোট সাত দফা অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন এই কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ভয়াবহ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এবার২৮০০০ বাড়ানো হয়েছে। গতবছর বিধানসভা নির্বাচনের সময় মোট ৭৮  হাজার ভোট গ্রহণ কেন্দ্র ছিল । সময় যতই এগিয়ে আসছে নির্বাচনের রাজ্যে তত হিংসা ছড়াচ্ছে , শাসকদলের বিরুদ্ধে হিংসা ছড়ানোর প্রতিবাদে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে বিজেপি দলের পক্ষ থেকে।রাজ্যে একসাথে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় কত আধাসামরিক বাহিনী পাওয়া যাবে তার উপর বিবেচনা করে নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

মন্তব্যসমূহ