জলঢাকায় মর্মান্তিক দুর্ঘটনা , বরযাত্রী বোঝাই বাস , মৃত ১৩ , আহতদের দেখতে হাসপাতালে মন্ত্রীরা

 

জলঢাকায় পথ দুর্ঘটনায় আহত বরযাত্রীদের দেখতে হাসপাতালে পর্যটন মন্ত্রী ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী 



নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি,২০ জানুয়ারিঃ ধূপগুড়ির জলঢাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা।দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।এদিকে দুর্ঘটনায় গুরুতর জখম এক মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে মৃত্যু হয় তার।মৃতের পরিবারের সাথে দেখা করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং পর্যটনমন্ত্রী গৌতম দেব।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টা নাগাদ ধূপগুড়ির জলঢাকা এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয় তিনটি বরযাত্রীর গাড়ি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের।অন্যদিকে আহত হন ১৮ জন।গুরুতর আহত অবস্থায় পুস্পা রায় নামে এক মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।আজ সকালে সেখানেই মৃত্যু হয় তার।এদিকে মৃতের পরিবারের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান রাজ্যের দুই মন্ত্রী।পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

মন্তব্যসমূহ