বাড়ছে সংসদের ক্যান্টিনে খাবারের দাম

 

আগামীকাল থেকে বাড়ছে সংসদের ক্যান্টিনের 


বিশেষ সংবাদদাতা , কলকাতা , ২৮ জানুয়ারিঃ  সংসদ  ভবনের ক্যান্টিনে খাবারারের উপর থেকে সমস্ত ভর্তুকি তুলে নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার থেকে সংসদ ভবনের ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধি পাবে। স্পিকারের পরামর্শে ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেশ কিছুদিন ধরে সংসদ ভবনের ক্যান্টিনে খাবারের উপর ভর্তুকি এর জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিভিন্ন মহল থেকে এই বিষয় এ  সমলোচনা করা হয়েছে। অবশেষে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সংসদ ভবনে ক্যান্টিনে খাবারের ওপর ভর্তুকি  তুলে নেওয়া হবে। শুক্রবার থেকে খাবারের নতুন দাম ধার্য করা হবে। এই বিষয়ে একটি তালিকা পেশ করা হয়েছে। ভেজ থালি ১৮  টাকার পরিবর্তে ১০০ টাকা ধার্য করা হয়েছে। মটন বিরিয়ানি৬৫ টাকার পরিবর্তে১২৫ টাকা ধার্য করা হয়েছে। দুপুরের আমিষ ৩৩  টাকার পরিবর্তে ৭০০ টাকা ধার্য করা হয়েছে।

মন্তব্যসমূহ