মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমা বাজী

 তৃণমূল নেতা গায়ক ইন্দ্রনীল সেনের বাড়ীর সামনে বোমাবাজি , নানা প্রশ্ন রাজনৈতিক মহলে 



সমীরণ দাস: কলকাতা ,২৮ জানুয়ারি : আজও কিনারা হলনা তৃণমূলের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে কারা বোমাবাজী করল? যদিও এই ঘটনায় আটক করা হয়েছে 8 জন সন্দেহভাজনকে। বিজেপির দিকে আঙ্গল তুললেও, বিজেপি এটাকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ও এলাকা দখলের লড়াই বলেই বলছে। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা চাপান-উতোর । কেননা এখন টাল মাটাল অবস্থা চলছে গোটা রাজ্যের রাজনীতিতে। একে একে নেতা মন্ত্রীদের দল বদল। সদ্য আজ অভিনেতার দল বদল এবং আরো কিছু অভিনেতা অভিনেত্রীর শাসক দল থেকে অন্য দলে চলে যাবার  ইচ্ছা প্রকাশ। এ সবের মধ্যেই ঘটে গেল তৃণমূল নেতা ও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী , গায়ক ইন্দ্রনীল সেনের কসবার  বাড়ীর সামনে বোমাবাজি। এটা কি কাকতলীয় নাকী অন্য কিছুর ইঙ্গিত। সূত্রের খবর অনুসারে , গতকাল রাতে নেতার বাড়ীর সামনে পরপর বেশ কয়েকটি বোমা পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী এবং নেতার বাড়ীর লোকজন। কে বা কারা এই বোমাবাজি করলো সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে লালবাজার পুলিশ প্রশাসন। মিডিয়া মারফৎ খবর পেয়ে চন্দন নগর থেকে ছুটে আসেন তিনি। তবে কি কারণে বোমাবাজি সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। এলাকা দখলের লড়াই বিজেপির নাকী গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ সেটাই দেখার।  


প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলের একাংশ । তদন্তে লালবাজারের গুন্ডা দমন শাখার পুলিশ।

মন্তব্যসমূহ