পি কে' নামে একটি রিপোর্ট ভবিষ্যৎ বাণী , ফেক না সঠিক, সত্যতা নেই

 

পি কে'র একটি রিপোর্ট, সত্য বা মিথ্যা , তৃণমুল কংগ্রেসের ফল খুব একটা আশা ব্যাঞ্জক হবে না



 বিশেষ প্রতিনিধি , কলকাতা ও শিলিগুড়ি , ২৯ জানুয়ারিঃ পিকের একটি রিপোর্ট নিয়ে আশঙ্কা তৃণমুল শিবিরে।একটি অসমর্থিত সুত্র মারফৎ পাওয়া খবর ,  আগামী বিধান সভা নির্বাচনকে নিয়ে পিকের রিপোর্ট নিয়ে চিন্তা বাড়ল তৃণমূল শিবিরে ।পিকের ঐ রিপোর্টে নাকি বলা হয়েছে আগামী নির্বাচনে তৃণমূল দুই অঙ্কের বেশি আসন পাবে না।অবশ্য তৃণমূল থেকে এই রিপোর্ট  নিয়ে কিছু বলা সম্ভব হয় নি। বা এই রিপোর্ট এর সত্যতা নিয়েও কিছু বলা হয়নি। তবে একটি সুত্র জানিয়েছে , রিপোর্ট যাই হোক , তৃণমুলের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচনে তৃণমূল  অনেক বেশী আসন পাবে।এবং পাহাড়ের ফলাফল আগের চাইতে অনেক ভাল হবে।মালদা এবং কোচবিহারে তৃণমূলের ফলাফল খারাপ হলেও অন্যান্য জায়গায় তৃণমূলের ফল আগের চাইতে অনেক ভাল হবে বলে মনে করছেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব।তৃনমুলের পক্ষ থেকে বলা হয়েছে উত্তরবঙ্গে তৃণমূল আগের চাইতে অনেক ভালো ফল করবে বলে বিশ্বাস দলের।আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে তৃণমূলের বিধানসভার রেজাল্ট আগের চাইতে ভাল হবে।মুখ্যমন্ত্রী ভোটের আগে চাইছেন তৃণমূল কে ঢেলে সাজাতে বিশেষ করে উত্তরবঙ্গে।তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্ব আগের চাইতে অনেক ভালো জায়গায় আছে বলে দাবী তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।তবে এখনও দু'মাসের বেশী দেরী আছে।তাই তৃণমূলের বিশ্বাস ভোটের আগে দল অনেকটাই ভালো জায়গাতে পৌছে যাবে।পিকের রিপোর্ট নিয়ে এখনো সঠিক মুল্যায়ন করা হয় নি দলের।তাই ফলাফল আরো ভাল হবে বলেই আশাবাদী দল।

মন্তব্যসমূহ