টোটোয় সৌরশক্তি ব্যবহার করে তাক লাগালেন শিলিগুড়ির চালক

 দেশীয় প্রযুক্তিতে সৌরশক্তি ব্যবহার করে  টোটো চালালেন চালক 

সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৪ জানুয়ারীঃ  শিলিগুড়ি একটিয়া সালের বাসিন্দা ব্রজগোপাল মনি বেশ কিছু বছর   টোটো চালাচ্ছেন। সম্প্রতি তিনি একটি টোটো কিনেছেন। এবং ২২ হাজার টাকা খরচা করে টোটোর উপরে সোলার সিস্টেম লাগিয়েছেন। সোলার সিস্টেমের দাঁড়ায় ব্যাটারি চার্জ হয় খুব তাড়াতাড়ি এবং একবার ব্যাটারি পুরো চার্জ হলে ১০০ কিলোমিটার চলে। তিনি জানিয়েছেন সোলার সিস্টেম ব্যবহার করার ফলে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে অপরদিকে বিদ্যুতের বিল ও বেঁচে যাচ্ছে। তবে শীতকালে রোদের দেখা কম পাওয়া যায় তাই একটু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ব্যাটারি চার্জ হতে সময় লাগছে। তবে গরমের দিনে খুব দ্রুত চার্জ হয় ব্যাটারি তিনি জানিয়েছেন। তার মহান কর্মসূচির জন্য অনেকেই তাকে বাহবা দিচ্ছে।

মন্তব্যসমূহ