ট্যাব কেনার নকল রসিদ দেবার অভিযোগ ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে

 

ছাত্র - ছাত্রীদের  ট্যাবের ভুয়ো রসিদ দেবার অভিযোগ  



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৩১ জানুয়ারিঃ  শিলিগুড়িতেও নকল রসিদ বানানোর অভিযোগ উঠলো।শিলিগুড়ির সুভাষপল্লীতে দুটি দোকানের বিরুদ্ধে ভুয়ো রসিদ দেবার অভিযোগ উঠলো।শিলিগুড়ির বিভিন্ন ইষ্কুলগুলিতে উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের দশহাজার টাকা দেওয়া হয়েছে অন্যান্য জায়গার মতন।বহু ছাত্রছাত্রী সেই টাকা দিয়ে ট্যাব এবং মোবাইল কিনে নিয়েছেন।আবার কেউ কেউ এই কান্ড করে বসে আছেন।গত দুদিন থেকেই বাংলার নানা জায়গা থেকে অভিযোগ আসছিলো যে বেশ কিছু ছাত্রছাত্রী নকল রসিদ জমা করতে চলেছেন।মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী প্রত্যেক উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া হবে।আর এই কারনেই শিলিগুড়ির বেশকিছু ইষ্কুল থেকেই ছাত্রছাত্রীরা ট্যাব কিনবার টাকা পেয়েছেন।আর সেই টাকা পেয়েই অনেকে এই কান্ডটি করে বসে আছেন।এই ব্যাপারে শিলিগুড়িতে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।তবে এই ব্যাপারে দার্জিলিং জেলার প্রেসিডেন্ট রঞ্জন সরকারকে জিঞ্জাসা করা হলে তিনি জানান আমি শুনেছি এই খবর,কারা এই জঘন্যতম কাজের সাথে যুক্ত আছেন তা খতিয়ে দেখা হবে।আমি আমার দলের কর্মীদের বলেছি এই ঘটনার খোজখবর আমাকে বিষদে জানাতে।

মন্তব্যসমূহ