সাহিত্যের দিন প্রতিদিন

  আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি




তপন উবাচ

গাছগুলো সব ঘাটলায় বসে স্নানার্থে আকুল
বসতবাটিটি একা-একা রোদে শুকোচ্ছে এলোচুল
প্রকৃতি আঁকছে এত সব ছবি--ক্যানভাসে চরাচর
'আমি কী আঁকব!' তুলি হাতে নিয়ে অবাক চিত্রকর।

আলোকচিত্র  : মধুমিতা মল্লিক , বাঁকুড়ার বৈতল-এ তোলা





মন্তব্যসমূহ