বাঙ্গালীর করোনা স্বাস্থ্য বিধি না মানার বর্ষবরণ

 খবর ঝলক 

আজ নিষেধ না মানার প্রতিযোগিতায় বাঙ্গালী

 

 নিজস্ব সংবাদদাতা , কলকাতা ও শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ আজ কলকাতার সমস্ত দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড় প্রমাণ করে দিল বাংগালী আছে বাঙ্গালীতেই । গঙ্গার পাড় থেকে , বাড়ির ছাদে। একটা পিকনিকের মুড। অন্যদিকে চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া । সব জায়গাতেই স্বাস্থ্য বিধি না মানার একটা হিড়িক । আনলকে লাগামছাড়া  বাঙ্গালী আজ করোনাকে ডোন্ট কেয়ার করে ঝাপিয়ে পড়েছে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে। 

নতুন বছরে পর্যটকদের ভিড় উপচে পড়ল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।ছোটো থেকে বড় সব বয়সের মানুষকে নতুন বছরের প্রথম দিনটিকে আনন্দের সঙ্গে কাটাতে দেখা যায়।এদিন সকাল থেকেই সাফারি পার্কে ছিল বহু পর্যটকের আনাগোনা।
 ১ জানুয়ারির সমস্ত সাফারির টিকিট বুকড ছিল।এরফলে সাফারি না করেই অনেককে ফিরে যেতে হয়।

পর্যটকরা জানান, ২০২১ কে স্বাগত জানিয়ে পরিবারকে নিয়ে দিনটিকে কাটাতেই একসঙ্গে বেঙ্গল সাফারিতে আসা।এছাড়া ২০২০ এর পুরোনো স্মৃতি ভুলে নতুন বছরের আনন্দ উপভোগ করতেই ঘুরতে আসা।তবে অনেকেই দুঃখের সাথে জানান, নতুন বছরে আনন্দ করতে বেঙ্গল সাফারিতে আসেন তারা।তবে সাফারির টিকিট না পেয়ে ফিরতে হচ্ছে তাদের।এদিন পরিবারের সঙ্গে বনভোজনও করতে দেখা যায় পর্যটকদের।

মন্তব্যসমূহ