প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার

 

পাচার হবার আগে প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার, আটক ১ 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি,২১ জানুয়ারিঃ শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া এলাকায় অভিযান চালিয়ে প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার করল বনদপ্তর।ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।ধৃতের নাম মুরশিদ আলম(২৬)।ধৃত আলিপুরদুয়ারের বাসিন্দা।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে মাটিগাড়া এলাকায় অভিযান চালায় বনকর্মীরা।রাত প্রায় ১টা নাগাদ তারা দেখতে পান মাটিগাড়ার বালাসন নদীর ব্রিজের সামনে কয়েকজন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে।বনকর্মীদের দেখে সেখান থেকে তারা পালিয়ে যায়।যদিও একজনকে পাকড়াও করে বনকর্মীরা।ওই যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির প্যাঙ্গোলিনের আঁশ।যার আনুমানিক ওজন ৪ কেজি ১৪০ গ্রাম।পাশাপাশি দুটি বাইকও বাজেয়াপ্ত করা হয়।  

বনদপ্তর সূত্রে খবর, এই প্যাঙ্গোলিনের আঁশ বাইকে করে নকশালবাড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল।এটি ভুটান থেকে নিয়ে আসা হয়েছে।কয়েকজন পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।

মন্তব্যসমূহ