রাস্তার ছাড়া গরু নিয়ে নাজেহাল ট্র্যাফিক পুলিশ

 

রাস্তায় বাড়ছে গৃহপালিত ছাড়া গরুর সংখ্যা, সামলাতে  

হিমসিম ট্রাফিক পুলিশ   


নিজস্ব সংবাদদাতা ,  শিলিগুড়ি,১৩ জানুয়ারিঃ সকাল হলেই রাস্তায় ছেড়ে দেওয়া হয় গরু। কোনো চিন্তা থাকে না মালিকদের। কারণ তারা জানেন বেলাশেষে গরু ঠিক ফিরে আসবে ঘরে। কিন্তু এর মাঝে রাস্তাতেই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বহু গরু। এমনকি শিলিগুড়ির রাস্তাজুড়ে গরুর চলাচলে দুর্ঘটনার কবলে পড়ছেন বহু বাইক চালক। আবার যানজটও হচ্ছে। যে কারণে এই সমস্যা মেটাতে এবার 'সতর্কতার কাগজ' গরুর গলায় ঝোলানো হবে ট্রাফিক পুলিশের তরফে। সেই কাগজে লেখা থাকছে 'দয়া করে আপনার গৃহপালিত গরু রাস্তায় ছেড়ে দেবেন না'।

পুলিশের উদ্দেশ্য, গরুগুলি যখন ফিরে যাবে তখন সেই কাগজ দেখে সতর্ক হবেন মালিকেরা। কিন্তু তারপরও সচেতন না হলে সেক্ষেত্রে পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ভক্তিনগর ট্রাফিক গার্ড থেকে এই নতুন উদ্যোগের সূচনা হয়। সেবক রোড জুড়ে রাস্তায় থাকা গরুগুলির গলায় সতকর্তার সেই কাগজ ঝোলানো হয়। আগামীতে শহরের সমস্ত ট্রাফিক গার্ডের তরফে এই সচেতনতা অভিযানে নামা হবে।

এদিন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা জানান, মূলত দুর্ঘটনা কমাতেই এই উদ্যোগ। আপাতত সকলকে সতর্ক করা হবে।

মন্তব্যসমূহ