রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন - সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যের দুটি অনুভুতি আজকের পাতায়

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি 

প্রথমাঃ 




তপন উবাচ

ফেলে আসা দিনগুলি চেতনার ঘেঁটি ধরে টানে

কী ছিল কী নেই ভেবে হামাগুড়ি দেয় শূন্যতা

শিকড়সুদ্ধ আজ অস্তিত্ব যাচ্ছে ভাসানে

দুহাতে কুয়াশা ঠেলে এগোচ্ছি যেদিকে পূর্ণতা।

আলোকচিত্র  : সুব্রত দাশ, সম্পাদক, আবিষ্কার



দ্বিতীয়াঃ




তপন উবাচ

আকাশ একটু বাড়তি নীল বাতাস ফুল্ল ফুরফুরে

চল না আবার বেরিয়ে পড়ি মনপাখিটা সাধছিল

আবার সবাই কাছে আসুক যারাই ছিল অনেক দূরে

নতুন বছর ছন্দে ফিরুক জীবন চলুক যেমন ছিল।

আলোকচিত্র  : জ্যোতির্ময় দাশ  , অ্যাডিলেড, অস্ট্রেলিয়া












মন্তব্যসমূহ