নামকরণ করবেন মুখ্যমন্ত্রী, তাঁর আগেই নব ব্যাঘ্র শাবক শিলিগুড়ির সাফারি পার্কে

 
কাল থেকেই তিন রয়্যাল বেঙ্গল শাবককে দেখতে পাবেন বেঙ্গল সাফারি পার্কের দর্শকরা 



 কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২০ জানুয়ারিঃ বৃহস্পতিবার থেকে দর্শক ও পর্যটকদের জন্য সামনে আনা হচ্ছে বেঙ্গল সাফারির তিন রয়্যাল বেঙ্গল শাবককে।ইতিমধ্যেই সাফারি পার্কের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার এই তিন শাবককে সাফারি পার্কে ছাড়া হবে এবং পর্যটকেরা তাদেরকে বৃহস্পতিবার থেকে দেখতে পারবেন।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে এই তিন শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শীলা।তারপর থেকে তিন শাবক মায়ের কাছেই ছিল।সেখানে কাওকে যেতে দেওয়া হতো না।কিছুদিন আগেও তাদের ভিডিও এবং ছবি প্রকাশ্যে আনে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।অবশেষে তিন শাবকের বয়স একটু বাড়তেই বৃহস্পতিবার থেকে তাদেরকে সাফারি পার্কের খোলা জঙ্গলে ছাড়া হবে এবং বাসে বসেই পর্যটকেরা তাদের দেখতে পাবেন।তবে এখনও তিন শাবকের নামকরণ হয়নি।বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের আশা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই তিন শাবকের নাম দেবেন।

মন্তব্যসমূহ