রাজনীতির দিন প্রতিদিন

 

গুরুং আর পাহাড়,  রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একেবারেই অন্ধকারে উত্তরবঙ্গের রাজনৈতিক ক্ষেত্র 


কুশল দাশগুপ্ত , কলকাতা , ১৫ জানুয়ারিঃ   পাহাড়ের গুরুং  এর আগামী ভবিষ্যত কি হতে পারে আপাতত এটা নিয়েই জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে।আপাতত গুরুঙ্গ ফিরে গেছেন কলকাতাতে,তার আগামী ভবিষ্যত নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে।গত কয়েকদিন আগে গুরুং  তার নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন তার অনুগামীদের সাথে।তিনি নিজেই এরপরে কলকাতা চলে যাবার সিদ্ধান্ত নেন।গুরুঙ্গ নিজে পাহাড়ে ফিরে জোর আলোচনা করেন তার অনুগামীদের সাথে।তিন তিনটে সভাও করেন তিনি সাড়াও পেয়েছেন প্রচুর।গুরুঙ্গ আসার পরেই বিক্ষুদ্ব হয়ে পড়েন বিনয় তামাং গোষ্ঠীরা।মিছিলও করেন তারা।গুরুং এর ফিরে আসায় পাহাড়ের একশ্রেনীর মানুষ  ক্ষুদ্ব হয়ে পড়েন তারা এ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাও করেন তারা।গুরুঙ্গ নিজে বুঝে যান তার আগামী রাজনৈতিক ভবিষ্যত।তৃনমুলকে সাপোর্ট করে পাহাড়ে ফিরবার চেষ্টা করেছিলেন গুরুঙ্গ তবে তিনি নিজে এনিয়ে কোন তাড়াহুড়ো করতে চাইছেন না।তাই তিনি কলকাতায় গিয়ে ভালোভাবে আলোচনা করতে চাইছেন তার অনুগামীদের সাথে তার আগামী ভবিষ্যত নিয়ে।গুরুঙ্গ এর পাহাড়ে ফেরা নিয়ে কিছুটা হলেও পিছনে চলে গেছে বিজেপী।তাই   গুরুং  বিরোধীদের পাহাড়ে ফিরিয়ে আনতে তৎপর তারা।এর মধ্যে ঘিষিং এর সমর্থকেরা পাহাড়ে বিজেপীর সঙ্গে যোগ দেওয়ায় পাহাড়ের রাজনীতি আলাদা মাত্রা পাবে বলে মনে করছেন পাহাড়ের রাজনৈতিক বিশেষজ্ঞরা।এখন দেখার বিষয় গুরুঙ্গকে নিয়ে কি সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী এবং বঙ্গ বিজেপী।

মন্তব্যসমূহ