কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ নিয়ে বাম-কংগ্রেসের যৌথ প্রচার জাঠা

হুগলীতে রাজ্যের বিরুদ্ধে  ও কেন্দ্রের বিরুদ্ধে বাম কংগ্রেসের যৌথ প্রচার জাঠা 


তন্ময় ভৌমিক , ডানকুনি , ৩১ জানুয়ারিঃ    তৃনমুল ও সাম্প্রদায়িক বিজেপি'কে রাজ্য ও দেশ ছাড়া করতে,বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়নের দাবিতে,কেন্দ্রের বিজেপি সরকারের মানুষ মারা অর্থনীতি ও দেশ বিক্রির বিরুদ্ধে,তৃনমূলের দুর্নীতি ও তোলাবাজি রুখতে,বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে,বিজেপি-তৃনমূলের অশুভ আঁতাত ধ্বংস করতে ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগ্যে আজ সকাল থেকে  বিকাল পর্যন্ত ডানকুনি পৌর এলাকার প্রতিটি বুথে বুথে প্রচার জাঠা কর্মসূচির আয়োজন করা হয়েছিলো, 


বাম ও কংগ্রেসের যৌথ মিছিলে উপস্থিত ছিলেন CPIM ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক মানিক সরকার,স্থানীয় CPIM নেতা মানিক দাস,মনোজ গায়েন,সঞ্জয় অধিকারী সহ আরো অন্যান্য স্থানীয় CPIM নেতা ও কর্মীরা এবং কংগ্রেস নেতা তথা হুগলী জেলা কংগ্রেস সংখ্যালঘু সেলের চ্যায়ারমেন আবু আব্বাসউদ্দীন সহ আরো অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতা ও কর্মীরা,এই মিছিল পারডানকুনি CPIM পার্টি অফিস থেকে শুরু হয় এবং ডানকুনি  ৯ নম্বর রেল গেটে শেষ হয়,এই মিছিল আজ ডানকুনির পৌরসভার ১,২,৩,৪,৫,৬ ওয়ার্ড-এর প্রতিটি বুথ মিলিয়ে মোট প্রায় ১৫ কিমি পথ প্রদক্ষিণ করে।

মন্তব্যসমূহ