বকেয়ার দাবিতে বৃহত্তর আন্দোলনের হুমকি শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীদের

 বকেয়া টাকার দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ শিলিগুড়ি পুর নিগমে 

নিজস্ব সংবাদদাতা । শিলিগুড়ি , ১৮ জানুয়ারিঃ  পুরনিগমের পিডব্লিউডি এর সাফাইকর্মীদের দেওয়া হচ্ছে না কোভিড সময়কালের টাকা।এই অভিযোগে সোমবার পুরনিগমে চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের ঘরের সামনেই বিক্ষোভে সামিল হন তারা।

 অভিযোগ, করোনাকালে তিন মাস তাদের প্রতিদিন ১০০ টাকা করে দেওয়ার কথা ছিল। তবে সেই টাকা আজও তাদের দেওয়া হয়নি।এছাড়াও ২০২০ সালে তাদের ১০ শতাংশ বেতন বৃদ্ধির কথা ছিল সেই টাকাও এখনও তাদের দেওয়া হয়নি।এইসমস্ত অভিযোগ নিয়ে বিক্ষোভে সামিল হন তারা।এরপরই পুরনিগমের তরফে তাদের জানানো হয় আগামী তিন দিনের মধ্যে করোনা সময়কালের টাকা তাদের দেওয়া হবে।

এই বিষয়ে শিলিগুড়ি পৌর কমিটি কংগ্রেসের সদস্য সৌমেন দাস নাথ জানান, ২৫ জানুয়ারি পর্যন্ত তারা সময় দিয়েছেন, এর মধ্যে সাফাই কর্মীদের টাকা না দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

মন্তব্যসমূহ