রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন

 

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 
 সাময়িক বিরতি আসছে ,  "তপন উবাচ"  , আবার ফিরবেন , আরো নতুন অনুভূতি নিয়ে , আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য ।

                                        পদ্যদিঘি




তপন উবাচ

পায়ে পায়ে যেই তার নিকটবর্তী হই
দেখি স্থির বয়ে যায় একাকী, অনাদৃতা
তার তীরে যেই রাখি শব্দ কিছু লাগসই
বহতা নদীটি হল ছন্দোবদ্ধ কবিতা।

আলোকচিত্র  : লিপি চক্রবর্তী  , শীলাবতী নদী


টানা পাঁচ বছর পদ্য লিখেছি এই পাতায়। অনেকগূলো বই বেরোচ্ছে। তার প্রুফের চাপ ও নতুন উপন্যাস লেখার প্রস্তুতির কারণে আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখতে হচ্ছে পদ্যদিঘি।  শুভেচ্ছাবার্তা থাকবে অব্যাহত।

মন্তব্যসমূহ