শনিবার থেকে সারা রাজ্যে শুরু করোনা ভ্যাক্সিন টিকাকরণ

 

উত্তরবঙ্গে তিনটি মেডিকেল কলেজে  প্রথম দফায়  করোনা ভ্যাক্সিন দেওয়া  হবে ১৫ ৯৯৭ জনকে 


কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৩ জানুয়ারিঃ  আর কয়েক ঘণ্টার মধ্যে শিলিগুড়িতে পৌঁছবে করোনা ভ্যাকসিন।বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাইসে বৈঠকের পর একথা জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য।

তিনি বলেন, ভ্যাকসিনের ১৮ হাজার ডোজ আসছে এবং আগামী শনিবার থেকে টিকাকরণের প্রক্রিয়া শুরু হবে।প্রথম দফায় দার্জিলিং জেলায় ১৫,৯৯৭ জনকে প্রতিষেধক দেওয়া হবে।    

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথমদিকে দার্জিলিং জেলায় ৭টি কেন্দ্রে টিকাকরণ শুরু হবে।শিলিগুড়ি জেলা হাসপাতাল, খড়িবাড়ি, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ব্লক হাসপাতাল, কার্সিয়াং হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং দার্জিলিং জেলা হাসপাতালে এই টিকাকরণ শুরু করা হবে।

মন্তব্যসমূহ