নৌবাহিনীর শক্তি বাড়ল ,যুক্ত হল আধুনিক কামান

 

নতুন ভাবে সেজে উঠছে সেনা, নৌ সেনায় যুক্ত আধুনিক কামান 


নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ৭ জানুয়ারীঃ  চীনের সঙ্গে ভারতের সংবাদ হওয়ার পর থেকে আমেরিকার সাথে সামরিক সম্পর্ক উন্নত করার চেষ্টায় ভারত উঠে পড়ে লেগেছে। চীনের নৌসেনার সাথে মোকাবিলার জন্য ভারত আমেরিকা থেকে ১২৮  মিলিমিটার ক্যালিবার ১১ টি কামান কিনেছে। চীনের নৌ সেনার সঙ্গে সমানে সমানে যাতে টক্কর দেওয়া যায় তার জন্যই এই কামান গুলি ভারত আমেরিকা থেকে কিনেছে। তিন হাজার ৮০০ কোটি টাকার চুক্তির ভিত্তিতে আমেরিকা নিজেদের অস্ত্র ভান্ডার থেকে অস্ত্র-গুলি ভারতকে দিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে সমস্ত পুরনো অস্ত্রশস্ত্র গুলো পাল্টিয়ে নতুনভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হচ্ছে ভারতীয় সেনা। আগামী দিনগুলিতে আরো অত্যাধুনিক অস্ত্র শস্ত্র আমেরিকা থেকে ক্রয় করবে ভারত। চীনের সঙ্গে বর্তমানে যতই শান্তি আলোচনা হোক না প্রতিরক্ষার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে ভারত। যাতে যে কোন মুহূর্তে চীনের সেনাবাহিনীকে যোগ্য জবাব দিতে পারে ভারতীয় সেনা।

মন্তব্যসমূহ