রাজীব,প্রবীর, বৈশালীদের বিজেপি'তে যোগ

রাজীব বন্দ্যোপাধ্যায়দের চলে যাওয়া বড় ক্ষতি শাসক দলের, মনে করছে রাজনৈতিক মহল 



 বিশেষ প্রতিনিধি , কলকাতা , ৩১ জানুয়ারিঃ এক মিনিটও অপেক্ষা করতে চায়নি বিজেপি'র পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতৃত্বরা। কেননা প্রতি মুহূর্তে বদলাচ্ছে রাজনৈতিক পরিস্তিতি। এই অবস্থায় তিন বেসুরো বিধায়ককে নিজেদের দিকে নিয়ে আসার প্রক্রিয়া যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় , সেটাই করল বিজেপি। আজ ডুমুরজলায় প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় , বিধায়ক বৈশালী ডালমিয়া ,প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী , পার্থ সারথী চট্টোপাধ্যায় , অভিনেতা রুদ্রনীল ঘোষেদের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রী আসছেন না, তাই তিনি নিজেই উদ্যোগ নিয়ে , নিজের বাড়িতে ডেকে পাঠিয়ে , স্বাগত জানালেন বিজেপির সংসারে। আজ রাজীব ,প্রবীর ,বৈশালীরা ডুমুরজলার মঞ্চে সেই অর্থে আত্মপ্রকাশ করবেন। 



গতকাল বিশেষ বিমান পাঠিয়ে রাজীব্দের নিয়ে যাওয়া হয় রাজীবদের। এদিকে রাজনৈতিক মহল মনে করছে , এই ধাক্কা শাসক দল ,তৃণমূল কংগ্রেসের পক্ষে সামলানো কঠিন।কেননা এই তিন বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে বলার মত অস্ত্র তাঁদের হাতে নেই। অন্য দিকে বিজেপি তাঁদের দিক থেকে এদের নিয়ে , একটা অন্য বার্তা দিতে চাইল। যে তাঁদের দিকে ভালো মানুষেরাও তাকিয়ে আছেন সমর্থণ দেওয়ার জন্য। 

মন্তব্যসমূহ