ইংরেজি নববর্ষে তপন বন্দ্যোপাধ্যায় এর কিছু অক্ষরের ক্যানভাস

 

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি 



ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা

তপন উবাচ

যে-আমি হেঁটেছি বিশ-বিশ পথ কাঁকরে দু-পায়ে ক্ষত

পৃথিবী ক্রমশ ডুবেছে আঁধারে দীর্ণ, গভীর, বিতত

পুরোনো বছর, সব যন্ত্রণা আমি আজ ফেলে রেখে

নতুন বছরে রাখলাম পা, ভালো থেকো প্রত্যেকে।

আলোকচিত্র  : তৃষ্ণা বসাক

২০২১ সুদিন আনুক পৃথিবীতে



মন্তব্যসমূহ