নতুন বছরে রজনী চা বাগানের শ্রমিকদের মুখে হাঁসি


চার মাস বন্ধ থাকার পর খুলল শিলিগুড়ির রজনী চা বাগান


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৪ জানুয়ারীঃ নতুন বছরে রজনী চা বাগানের শ্রমিকদের মুখে হাসি ফুটল।   শিলিগুড়ি ও সংলগ্ন রাজগঞ্জ অঞ্চলের  রজনী চা বাগান প্রায় চার মাস ধরে বন্ধ থাকার পর অবশেষে সোমবার দিন থেকে খুলে দেওয়া হলো। সোমবার দিন সকালে মালিক পক্ষের উপস্থিতিতে এবং শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে শ্রমিকরা কাজে যোগ দেন। দীর্ঘ প্রায় চার মাস ধরে বন্ধ ছিল এই চা বাগান। শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন তাই নিয়ে শ্রমিকদের সাথে মালিকপক্ষের চূড়ান্ত মতবিরোধ দেখা দেয় । এরপরই মালিকপক্ষ গত ২৪ সেপ্টেম্বর থেকে বাগানে তালা ঝুলিয়ে দেন । পূজার সময় বোনাস দেওয়া হয়নি শ্রমিকদের। প্রায় ৭৫ জন শ্রমিক এই বাগানে কাজ করেন। মালিকপক্ষ শ্রমিকদের সমস্যা সমাধান ব্যাপারে আশ্বাস দেওয়া তে সোমবার থেকে এই চা বাগান পুনরায় খুলে দেওয়া হয়। ৭৫ জন শ্রমিক আবার কাজে যোগ দেন। শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

মন্তব্যসমূহ