নিয়মিত সাহিত্য সাধনা - তপন উবাচ

 

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি



তপন উবাচ

কুয়াশা রেখেছে পা নদীস্তরে-- ছায়া তার জলে

তারও কি ইচ্ছে করে স্নান করে পরিশুদ্ধ হবে!

মাপছে গভীর কত, ঠাণ্ডা কি না জল টলটলে!

কুয়াশার ধন্দ দেখে জল হেসে ওঠে কলরবে।

আলোকচিত্র  : ডাঃ অনাদি আচার্য , সুন্দরবনে তোলা




মন্তব্যসমূহ