অস্থায়ী পৌর কর্মীদের কর্ম বিরতিতে জঞ্জালের ভ্যাট উপচে পরিবেশ দূষণ , এক্সক্লুসিভ রিপোর্ট

 পাঁচ দফা দাবিতে বেহালা ১৪ বোরো অফিসের অস্থায়ী পৌর

কর্মীদের কর্মবিরতিতে জঞ্জাল অপসারণ বন্ধ

সমীরণ দাস, কলকাতা  , ১৩ জানুয়ারিঃ পাঁচ দফা দাবিতে বেহালা ১৪ বোরো অফিসের অস্থায়ী কর্মীদের কর্মবিরতি । গত দুদিন পরিষ্কার না হওয়া ময়লা জমতে শুরু হয়ে গেছে এলাকার ভ্যাট গুলিতে।  ময়লা ছড়িয়ে পরে নোংরায় ভোরে যাচ্ছে জনবসতি ।অস্থায়ী কর্মীদের দাবি  স্থায়ী কর্মীদের মতন নির্দিষ্ট দিনে বেতনসহ বেতনহার বৃদ্ধি দাবী কে আরো জোরালো করতে স্বঘোষিত ধর্মঘটের পথে প্রায় ৮৫০ কর্মচারী।

সাধারণ মানুষ এবং এলাকাবাসীর মতে ,এই সমস্ত কর্মচারীদের সঙ্গে কন্ট্রাক্টরদের চুক্তি বাতিল করে নতুন নিয়োগ করা উচিৎ। রাজনীতির সুবিধার্থে অপাত্রে গো দান করে আজ কাজ না করে, মিছিল মিটিং করে ১৮০০০টাকা দাবী করেছেন। এই সব নেতা , মন্ত্রীদের একটা শিক্ষা হওয়া উচিৎ।



প্রশ্ন একটাই সত্যিই কি কন্ট্রাক্টরদের হাতে শোষিত হচ্ছে অস্থায়ী কর্মীরা ?  নাকি    কলকাতা পুরসভার  অচল অবস্থা এবং বর্তমান রাজনৈতিক ডামাডোলে সুবিধাবাদীরা তাদের আখের গুছিয়ে নিতে চাইছেন?  সে যাই হোক ফল ভুগতে হচ্ছে তো সেই ট্যাক্স পেয়ার সাধরণ মানুষকেই ? বলছেন সাধারণ মানুষ । 

মন্তব্যসমূহ