ভোটার দিবস পালিত

 

সারা রাজ্যে পালিত ভোটার দিবস 


 বিশেষ প্রতিনিধি , কলকাতা , ২৫ জানুয়ারিঃ  সারা পৃথিবীতে সর্ব বৃহৎ গণতন্ত্রের দেশ এই ভারত । এখানে সাধারণ মানুষ ভোটে অংশ গ্রহণ করে নির্বাচিত করেন তাঁদের জন প্রতিনিধিদের । এই ভোটাধিকার প্রয়োগের জন্য তাঁদের দেওয়া হয় একটি পরিচয়পত্র। আমাদের দেশে ভোটারদের বলা হয় জন দেবতা। আজ সেই ভোটারদের দিন । আজ সারাদেশের সঙ্গে আমাদের রাজ্যের উত্তর থেকে দক্ষিণে  পালিত জাতীয় ভোটার দিবস। ২৫ শে জানুয়ারি গোটা দেশে পালিত হচ্ছে একাদশতম জাতীয় ভোটার দিবস। দেশের বিভিন্ন প্রান্তের মত কোচবিহার শহরে ২৫ শে জানুয়ারি সোমবার দিন পালিত হল একাদশতম জাতীয় ভোটার দিবস। কোচবিহার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহার জেলা শাসক। কোচবিহার জেলা শাসক এক বিবৃতিতে জানিয়েছে ন দেশের অন্যান্য প্রান্তর মত কোচবিহার ও একাদশতম জাতীয় ভোটার দিবস পালন করা হয়। কিছু নতুন ভোটার কার্ড তুলে দেওয়া হয় জনসাধারণের হাতে।

মন্তব্যসমূহ