গতকাল তোর্সা কালী মন্দির আজ জল্পেশ্বর মন্দির , উত্তরবঙ্গে এবার মন্দির মুখি অভিষেক

 উত্তরবঙ্গের মন্দিরে মন্দিরে পুজো অভিষেকের


নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি,৬ জানুয়ারিঃ গতকাল গিয়েছিলে তোর্সা কালী মন্দিরে , আজ জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দিলেন সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি।এদিন দুপুরে জল্পেশ মন্দিরে যান অভিষেক ব্যানার্জি।সঙ্গে ছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী সহ দলের অন্যান্য নেতারা।

পুজো শেষে মন্দিরের মুখ্য গেটের বাইরে ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি।এরপর সেখান থেকে বেরিয়ে চালসার উদ্দেশ্যে রওনা দেন তিনি।সেখানে দলীয় কর্মীদের নিয়ে তাঁর বৈঠক করার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

মন্তব্যসমূহ