কৃষি জমি রক্ষার জন্য রাস্তায় ধর্না কৃষকদের

 কৃষিজমি রক্ষার দাবিতে কৃষকদের পথ অবরোধ


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৭ জানুয়ারিঃ  শিলিগুড়ি সংলগ্ন গজলডোবা তে কৃষিজমি রক্ষা করার দাবিতে কৃষকরা রাস্তা অবরোধ  করেন বুধবার দিন। জানা গিয়েছে তিস্তা নদীর পূর্ব পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে তিস্তা ব্যারেজের তিস্তা ক্যানেল রোড এ বেলা ১১ টা থেকে বেলা বারোটা পর্যন্ত বুধবার দিন রাস্তা অবরোধ করেন কৃষকরা। ঘটনাস্থলে পুলিশ বাহিনীতে পুলিশ বাহিনী পৌঁছালে পুলিশের কাছে এই সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে কৃষকরা রাস্তা অবরোধ উঠিয়ে নেন। জানা গিয়েছে এই অবরোধের ফলে ছোট যানবাহন আটকে যায়। প্রসঙ্গত আরও জানা গিয়েছে বিঘার পর বিঘা কৃষিজমি বর্ষাকালে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও রাজনৈতিক স্তর প্রশাসনিক স্তর সরকারি স্তর কোথাও কোনো উদ্যোগ নেই । তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। গত বছর আগস্ট মাসে বর্ষার কারণে প্রায় 200 বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে। এরপর থেকেই নড়েচড়ে বসেছেন স্থানীয় এলাকার কৃষকরা। তারা কৃষিজমি বাঁচানোর জন্য বাঁধ নির্মাণের জন্য গত দেড় বছর ধরে দাবি করে চলেছে।

মন্তব্যসমূহ