উত্তরবঙ্গে বামেদের হয়ে জনসংযোগে প্রাক্তন মন্ত্রী

 
ভোটের আগে  উত্তরবঙ্গে বামফ্রন্টের জনসংযোগ কর্মসুচি শুরু 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১০ জানুয়ারিঃ  শিলিগুড়িতে জনসংযোগ কর্মসূচি শুরু করলো বামফ্রন্ট। সামনে আসন্ন বিধানসভা নির্বাচন তাই দ্রুত মানুষের দরবারে পৌঁছানোর জনসংযোগ কর্মসূচি শুরু করলো  বামফ্রন্ট। ১০ ই জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি গ্রহণ করা হবে। জনসংযোগ কর্মসূচিকে দৃষ্টিনন্দন করার জন্য বামফ্রন্টের সমস্ত বুথে লাল পতাকা দিয়ে মুড়ে দাওয়া হয়েছে। শিলিগুড়ির কুড়ি নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচি শুরু করা হয়। বামফ্রন্টের বিভিন্ন কর্মী ও সমর্থকদের নিয়ে জনসাধারণের দরবারের যাওয়া হয়। বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের পাশে সব সময় বামফ্রন্ট রয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সাধারণ মানুষের সাথে ছলনা করছে। প্রতিদিন দুর্নীতি বাড়ছে, বাড়ছে দ্রব্যমূল্য, এছাড়া মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যা দিন দিন বেড়েই চলেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সাধারণ মানুষের কোন সমস্যার সমাধান করতে না। বামফ্রন্ট আগেও সাধারণের পাশে ছিল এখনো সাধারন মানুষের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে।

মন্তব্যসমূহ