শিলিগুড়ি জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের মধে সংঘর্ষ , জখম ১
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৫ জানুয়ারিঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে সংঘর্ষ।ঘটনায় গুরুতর জখম এক অ্যাম্বুলেন্স চালক।তার নাম সুদাম রাজবংশী।
জানা গিয়েছে, আজ সকালে হাসপাতালে সুদাম রাজবংশী ও ছোটকা রায় নামে দুই অ্যাম্বুলেন্স চালকের মধ্যে রোগী ওঠানো নিয়ে বিবাদ শুরু হয় এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।সুদাম রাজবংশীকে সেখানেই বেধরক মারধর করা হয়।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয়রা।
এরপর হাসপাতালেরই পুলিশ ক্যাম্পের পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছোটকা রায়কে আটক করে।পাশাপাশি আহত অ্যাম্বুলেন্স চালকও শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন