পাহাড় সামলাতে পাঁচদিনের সফরে অভিষেক , কি বার্তা দিতে ?

 

পাহাড়ের দ্বিধা বিভক্ত দলকে , এক করার 

লক্ষ্যে অভিষেকের উত্তরবঙ্গ সফরের প্রথম দিন


বিশেষ সংবাদদাতা , শিলিগুড়ি , ৫ জানুয়ারীঃ পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে  সোমবার বিকেলে শিলিগুড়ি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন দলীয় কর্মীদের সঙ্গে মিটিং করায়। মুল লক্ষ্য ২০২১ এর বিধান সভা নির্বাচনের আগে দলের ভিতকে আরো শক্তিশালী করে তোলা। আর লক্ষ্য পাহাড়কে রাজনৈতিক ভাবে এক করার  চ্যালেঞ্জ নিয়ে বৈঠক অভিষেক এবং পিকের।তাদের কাছে খবর আছে বর্তমানে পাহাড়ে তিনটি দলের সংগঠন চলছে প্রধানত।বিমল গুরুঙ্গ আসবার পরে যেটা আরো বেড়ে গেছে পাহাড়ের মানুষের মধ্যে।কারন পিকে এবং অভিষেক একটা জিনিস বুঝে গেছেন পাহাড়ের মানুষকে যদি এক না করতে পারা যায় তবে কোনমতেই পাহাড় জয় করা সম্ভব নয়।তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে পিকে এবং অভিষেক পাহাড় নিয়ে উঠেপড়ে নেমে গেছেন।আগামীকাল যদি সব কিছু ঠিক থাকে তবে পিকে এবং অভিষেক বৈঠক করবেন পাহাড়ের মানুষের সাথে।এছারাও যেখানে যেখানে দলীয় কর্মীদের সমস্যা চলছে সেখানে কর্মীদের সাথে আলোচনা করবেন অভিষেক এবং পিকে।শিলিগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানেও দলীয় কর্মীদের মধ্যে সমস্যা আছে বলে খবর পেয়েছেন অভিষেক তাই কোচবিহার এবং আলিপুরদুয়ারের কর্মীদের নিয়ে আলাদা আলাদা করে বসেছেন ও বারে বারে  বসবেন পিকে এবং অভিষেক। কার কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করবেন অভিষেক এবং পিকে।সুত্রের খবর গোটা উত্তরবঙ্গকে এক করবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।তাই একেক করে সব জেলার নেতা নেত্রীদের নিয়ে বসতে চাইছেন অভিষেক এবং পিকে।শিলিগুড়ির নেতৃত্বের সাথে সাথেও আলাদা আলাদাভাবে বসবেন অভিষেক এবং পিকে।শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে খোজ নিয়ে অভিষেক এবং পিকে জেনেছেন প্রতিটি ওয়ার্ডেই তৃণমূলের আলাদা আলাদা করে তিনটে গ্রুপ আছে।প্রতিটি ওয়ার্ডের তৃণমূল কর্মীদের সাথেও কথা বলবেন অভিষেক এবং পিকে।

মন্তব্যসমূহ