মাইক্রো ফাইন্যান্স কোম্পানীর প্রতারণা

 

প্রতারনার অভিযোগ মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২০ জানুয়ারিঃ শিলিগুড়িতে একটি মাইক্রোফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন এক ব্যক্তি।ইতিমধ্যেই সেই কোম্পানির বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
শিলিগুড়ির বাসিন্দা রাজু পাসওয়ান এর অভিযোগ, কোম্পানির এজেন্ট সুরেশ কুমার প্রসাদের মাধ্যমে কোম্পানির একটি প্রজেক্টে টাকা দিয়েছিলেন তিনি।২০১৭ সালে দুবার ১২ হাজার ৫০০টাকা করে জমা দিয়েছিলেন।সেইসময় তাকে বলা হয়েছিল যে ৩৬ মাস পর তিনি ৭৬ হাজার ৫০০ টাকা পাবেন।তবে এখনও অবধি কোনো টাকা পাননি।বেশ কয়েকবার কোম্পানিতে গিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ।

এরপরই আজ শিলিগুড়ি থানায় কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগ ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্যসমূহ