যায়নি শীত , আবার আসবে , সাময়িক ছেদ মাত্র

 

সাময়িক বিরতি কাটিয়ে আবার ফিরবে শীতে আমেজ 


সজল দাশগুপ্ত , কলকাতা , ৭ জানুয়ারীঃ  উত্তরে রাজ্যগুলি যখন ভয়ানক শীতে কাবু । প্রতিদিন তাপমাত্রা কমে যাচ্ছে। প্রবল শৈত্য প্রবাহে সম্মুখীন হতে হয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন উত্তরে রাজ্যগুলিকে। কিন্তু পশ্চিমবঙ্গ তে বিশেষ করে কলকাতায়  এখনো ঠান্ডা আমেজ পড়েনি। বৃহস্পতিবার দিন দিনের বেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.5 যা স্বাভাবিকের থেকে 5 বেশি। আবহাওয়া  অফিস সূত্রে খবর দেওয়া হয়েছে এরকম পরিস্থিতি কলকাতায় আরো বেশ কিছু দিন চলবে। এখনই শীতের আমেজ পাওয়া যাবেনা মহানগরীতে। সকাল ও রাতে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলা মহানগরীতে ঠান্ডা নেই বললেই চলে। গতকাল অর্থাৎ বুধবার দিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৫ যা স্বাভাবিকের থেকে ৫ বেশি। কলকাতার মানুষ কে আরো হয়তো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে শীতের পূর্ণ আমেজ নেওয়ার জন্য।

আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন অতিমাত্রায় দূষণ ও গাছপালা কাটার ফলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে তাই শীতের আমেজ পেতে কলকাতা মহানগরী কে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। কলকাতা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বেলার দিকে এত গরম মাঝে মাঝে অনুভূত হচ্ছে তখন বাধ্য হয়ে এই পৌষ মাসে পাখা চালাচ্ছেন তারা। যা পৌষ মাসে ভরা শীতকালে একেবারেই বিরল ঘটনা।

মন্তব্যসমূহ