২০২১ এর নির্বাচন কে জিতবে ? সেটা নিয়েই রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে ।

 ২০২১ এর নির্বাচন তৃণমুল কংগ্রেসের কাছে আরো কঠিন হয়ে উঠছে দিন দিন 


সজল দাশগুপ্ত , কলকাতা , ৩১ জানুয়ারিঃ ভোটের আগেই অনেকটা টাল মাটাল অবস্থায় রাজ্যের শাসক দল। ১৯৯৮  সাল থেকেই কঠিন চ্যালেঞ্জ নিয়ে এগিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই চ্যালেঞ্জ তাঁরা জিতেছে বাম সাসনের জগদ্দল পাথরকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে। কিন্তু ২০২১ এর লড়াই টা একটু অন্য রকম । একদিকে নিজেদের দলের ভিতরকার আভ্যন্তরিন লড়াই, অন্যদিকে শক্তিশালী বিজেপি , শুধু তাই নয় সামান্য শক্তি সঞ্চয় করে আবারো জেগে ওঠা বাম কংগ্রেস জোট । ফলে এবারের লড়াইটা অনেকটাই কঠিন হয়ে দাড়িয়েছে তৃণমুল কংগ্রেসের কাছে ।

   ২০১১ , ২০১৬ দুটি বিধানসভা নির্বাচন যথেষ্ট কঠিন ছিল জেতার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে। কিন্তু তা সত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গত ২০১১ ও ২০১৬  রাজ্য বিধানসভা নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করে। ২০১১ সালে  তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৩৪ বছর এর বাম রাজত্বে এর অবসান ঘটিয়ে মা মাটি মানুষের সরকার গঠন করে। ২০১১ সালে সিঙ্গুর ও নন্দীগ্রাম কৃষক আন্দোলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের পক্ষে। এরপর গত ২০১৬ বিধানসভা নির্বাচন এর আগে নারদা কেলেঙ্কারি এর জন্য তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল । কিন্তু তা সত্বেও জনগণের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যায়। এবার আসন্ন ২০২১ বিধানসভা  নির্বাচন । এবারও নির্বাচনের আগে একটু হলেও চাপে আছে তৃণমূল কংগ্রেস শাসক দল । কারণ বিধানসভা নির্বাচনের আগে অনেক তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, মন্ত্রী বিজেপিতে যোগদান করছে। গত নির্বাচনে এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা মনে করছেন এবারও তাদের জয় লাভ হবেই। তার অন্যতম কারণ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন খালি দেখার অপেক্ষা শাসকদল কি পারবে নিজের ক্ষমতা ধরে রাখতে , না পশ্চিমবঙ্গের মসনদে বিরোধীদল তাদের সরকার গঠন করবে।

মন্তব্যসমূহ