আগামীকাল রাতের তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রীতে , শীত ফিরেছে আবার

 


আবার ফিরেছে শীত, কুয়াশার চাদরে গত দুদিন ঢাকা 

উত্তরবঙ্গ


নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ১৩ জানুয়ারিঃ আবার ফিরে এসেছে ঠান্ডার অনুভূতি। কয়েকদিন ধরে শহর কলকাতায় তাপমাত্রা বাড়তে থাকায় অনেকেই ভাবছিলেন হয়ত শীত উধাও হল আমাদের কাছ থেকে। তা কিন্তু হয়নি । পৌষ সঙ্ক্রান্তির আগের দিন , আবহাওয়া দফতরের পুর্বাভাস মত , তাপমাত্রা কমতে শুরু করেছে। এই তাপমাত্রা আরো কমবে। উত্তরবঙ্গের লাগোয়া জেলা গুলিতে শৈত্য প্রবাহের সম্ভাবনা সামান্য হলেও রয়েছে। কুয়াশা ভাব শহর কলকাতায় দেখা দিতে পারে। ইতিমধ্যেই কুয়াসার ঘন চাদরে ঢেকেছে উত্তরবঙ্গে। আজ সকালে সামান্য মেঘলা ভাব থাকলেও , একটু বেলায় হাল্কা চালে দেখা দেন সুর্য দেব। আজ শহর কলকাতার তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রীর কাছাকাছি।কাল দুপুরে থাকতে পারে ২৪ ডিগ্রীর কাছাকাছি। রাতের থাকতে পারে ১৩ - ১৪ ডিগ্রীর কাছাকাছি। আগামী সোমাবার থেকে আবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে ।গত বছর এই সময়ে তাপমাত্রার পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে । 

 পৌষ সংক্রান্তির আগে জাঁকিয়ে শীত শহরে।দুদিন আগে থেকে তাপমাত্রার পারদ কিছুটা করে নামতে শুরু করলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকেই কনকনে ঠান্ডায় জবুথুবু শিলিগুড়িবাসী।
আজ সকাল থেকেই ঘন কুয়াশার সাদা চাদরে মুড়ে গিয়েছে শহর শিলিগুড়ি।সূর্যিমামার দেখা নেই।বেলা যতই বাড়ছে ততই বাড়ছে শীতের কামড়।তবে বাইরে বেরোলেই কুয়াশাচ্ছন্ন শহর আপনার মন ভালো করবেই।এদিন অনেককেই বাড়ির ছাদ থেকে শীতের আমেজ উপভোগ করতে দেখা যায়।শহরের রাস্তায়, অলিগলিতে আগুন পোহাতেও দেখা যায় অনেককে।

( সঙ্গের ছবিঃ শিলিগুড়ি আজ সকালে ) 

মন্তব্যসমূহ