নিয়মিত সাহিত্য সাধনা - সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের কলম

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি


তপন উবাচ

রওনা দিলাম ডিঙিনৌকোয় ছোঁয়ার লক্ষ্যে ওই

লাল দিগন্তের কাছাকাছি থাকা ধূসর অন্তরীপ

দাঁড় বেয়ে বেয়ে যেই পার হব জলরাশি থইথই

ব্যগ্র আঙুলে এঁকে রেখে যাব সন্ধ্যাদীপের টিপ।

আলোকচিত্র  : শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ,গৌহাটি , ব্রহ্মাপুত্রে সূর্যাস্ত





মন্তব্যসমূহ