মন্ত্রীত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়

 

মন্ত্রী সভা থেকে পদত্যাগ বেসুরো রাজিবের , সাংবাদিকদের সামনে বলেন অপমানের কথাও 



বিশেষ প্রতিনিধি , কলকাতা , ২২ জানুয়ারিঃ বিষয়টা অস্বাভাবিক ছিলনা। ছিল শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল পরিচালিত সরকারের মন্ত্রী ও নিবেদিত সৈনিক , রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন। আজ সরাসরি পদত্যাগপত্র তুলে দেন রাজ্যপালের হাতে। সাংবাদিকদের সামনে তিনি যেমন তাঁর নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন , তেমনি তিন মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেবার  ঘটনার একটি কথার উল্লেখ করে , অপমানের কথাও বলতে দ্বিধা করেন নি। অন্য দিকে রাজনৈতিক মহল মনে করছে , আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর আগের দিন এই পদত্যাগ খুব তাৎপর্য পুর্ণ। তাঁর বিজেপি অভিষেক ঘটতে পারে প্রধানমন্ত্রীর সামনে। তবে তিনি আজ বিজেপিতে যাচ্ছেন কি না , সেই বিষয়ে কিছু বলেননি। 



প্রসঙ্গতঃ একটি সামাজিক অনুষ্ঠানে মাত্র একদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারি , বৈশালী ডালমিয়া ও ইন্দ্রনীল ঘোষকে  এক সাথে দেখা গিয়েছে। ফলে জল্পনা সেদিন থেকেই দুই বিধায়ক ঘিরে ছিল। রাজীব এখনও অবশ্য দল বা সদস্যপদ ছাড়েননি।

মন্তব্যসমূহ