সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
দিন প্রতিদিন বিশেষ - নতুন বছরে এখন থেকে নতুন ভাবে ছাড়পত্র
পুরীর মন্দিরে ঢুকতে গেলে আর লাগবেনা করোনা মুক্তির শংসাপত্র
সজল দাশগুপ্ত , কলকাতা , ১২ জানুয়ারিঃ পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে করোনা সার্টিফিকেট আর বাধ্যতামূলক নয় তা জানিয়ে দিল। ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে জগন্নাথ মন্দির বন্ধ থাকার পর গত ডিসেম্বর মাসে খুলে দেওয়া হয়। তবে তা শুধুমাত্র পুরীর স্থানীয় বাসিন্দাদের জন্য। এরপর নতুন বছরে প্রথম দুদিন পুরীর জগন্নাথ মন্দির বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য জগনাথ মন্দির খুলে দেওয়া হয়। তবে করোনানেগেটিভ সার্টিফিকেট, মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করে দর্শনার্থীদের জন্য মন্দির কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে মন্দির কর্তৃপক্ষ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে করণা সার্টিফিকেট আপাতত বাধ্যতামূলক নয় তা জানিয়ে দিল। এই নিয়ম বলবৎ থাকবে একুশে জানুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয় হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন