সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় পৌষের মধ্য লগ্নের সাথে করালেন পরিচয়

 

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি 




তপন উবাচ


অন্ধকারে ফুটে আছে আকাশে হাজার নক্ষত্র

কুড়োতে কুড়োতে হাঁটি যতক্ষণ সব পাওয়া হবে

হঠাৎ ফসকে গিয়ে কিছুবা ছড়ায় যত্রতত্র

ভোরে ঘুম ভেঙে দেখি সেগুলো হাসছে ফুলটবে।

আলোকচিত্র  : কৃষ্ণা দাস




মন্তব্যসমূহ