সাহিত্যের দিন প্রতিদিন - তপন উবাচ

 

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 
আগামী কাল থেকে সাময়িক বিরতি  "তপন উবাচ"  , আবার ফিরবেন , আরো নতুন অনুভূতি নিয়ে , আপনাদের সঙ্গে ভাগাভাগি করআর জন্য ।

                                        পদ্যদিঘি


তপন উবাচ

ফুটে আছো অলিন্দের এক কোণে নিভৃতে একান্তে

তারিফ করে না কেউ তাই এত অভিমানী মুখ

দেখুক বা না-দেখুক, কে তোমাকে বলেছে মানতে

হাসো তুমি গরবিনী হাসি আছে তোমার যেটুক।

আলোকচিত্র  : কমল মজুমদার


একটা বড়ো উপন্যাস লেখার প্রস্তুতি নিচ্ছি। গদ্যদিঘির চাপে আগামী শুক্রবার থেকে পদ্যদিঘি কিছুদিন বন্ধ থাকবে।

মন্তব্যসমূহ