বিপদজনক রাজনৈতিক ফ্লেক্স ফেস্টুন

 

শিলিগুড়িতে   বিপদজনক হয়ে উঠেছে রাজনৈতিক দলের ব্যানার ও ফেস্টুন 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২২ জানুয়ারিঃ   শিলিগুড়ি শহরের প্রধান সড়কগুলো সহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলগুলির ব্যানার, ফেস্টুন বিপদজনক পরিস্থিতিতে রয়েছে। ব্যানার ও ফেস্টুন লাগানো র সময় রাজনৈতিক দলগুলি যে পরিমাণ কর্ম তৎপরতা দেখায় সেই পরিমাণ কর্মতৎপরতা খোলার সময় দেখায় না। তাই গোটা  শিলিগুড়ি শহরের যত্রতত্র ব্যানার ফেস্টুন বিপজ্জনকভাবে ঝুলছে। যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। ও রাজনৈতিক দলগুলো শিলিগুড়ি শহর কে রাজনীতির কেন্দ্র হিসেবে যেভাবে ব্যবহার করতে পারেন সত্যিই অবাক করার মত। কিন্তু শিলিগুড়ি শহরের দৃষ্টি দূষণ এর ব্যাপারে একেবারে উদাসীন তারা। শিলিগুড়ি জংশন এ তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের একটি ব্যানার যেভাবে বিপদজনক অবস্থার ঝুলছে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া বর্ধমান রোডে বিজেপির ডিসেম্বরের উত্তর কন্যা অভিযানের ব্যানার এখনো ঝুলছে। একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুন এ আবৃত গোটা শহর শিলিগুড়ি। সামনে আসন্ন বিধানসভা নির্বাচন তাই শহর শিলিগুড়িতে আরো ব্যানার ও ফেস্টুনে এর পরিমাণ বাড়বে এমনটাই আশঙ্কা করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

মন্তব্যসমূহ