এবার স্থায়ীকরণের দাবি সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের

 

 স্থায়ীকরণের দাবিতে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের সংগঠন 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৪ জানুয়ারিঃ  স্থায়ী কাজের দাবিতে সরব হল রাজ্য সরকারের সিভিল ডিফেন্সের কর্মীরা। এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে দার্জিলিং জেলা সিভিল ডিফেন্সের কর্মীরা জানান, করোনা ভ্যাকসিন নয়, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তাদের জন্য স্থায়ী কাজের ব্যাবস্থা করা হোক।

 সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সদস্য নরোত্তম মন্ডল জানান, করোনা ভ্যাকসিন, করোনা যোদ্ধার সার্টিফিকেট তারা বয়কট করছেন। কারণ ভ্যাকসিন নিয়ে তাদের পেট ভরবে না, তাদের দাবী স্থায়ী কাজ। এই দাবিতেই ১৮ জানুয়ারী মহকুমা শাসকের দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ করবেন বলে জানান। এছাড়াও গোটা রাজ্যের সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা শীঘ্রই নবান্ন অভিযান করবেন বলে জানা গেছে।

দার্জিলিং জেলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল দাস জানান, মাসে তারা ২-৩ দিন কাজ পান।বাকি দিন তাদের কোনো কাজ থাকে না।যার ফলে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে।কাজ না থাকলে তাদের বেতনও দেওয়া হয় না।

মন্তব্যসমূহ