শিলিগুড়িতে পানীয় জলের সংকট মেটাতে ডিপ টিউবয়েলের উদ্বোধন করলেন, পুর প্রশাসক অশোক ভট্টাচার্য


পানীয় জলের সংকট মেটাতে ডিপ টিউবয়েল শিলিগুড়িতে 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৬ জানুয়ারীঃ পানীয় জলের সমস্যা মেটাতে শিলিগুড়িতে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক তথা প্রশাসক অশোক ভট্টাচার্য।  জানা গিয়েছে, মঙ্গলবার শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের চাঁদমুনিতে একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন অশোক ভট্টাচার্য।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য রামভজন মাহাতো, বরো কো-অর্ডিনেটর স্নিগ্ধা  হাজরা, ৪৭ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর রীতা ওঁরাও সহ পুরনিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। অশোক ভট্টাচার্য বলেন, শহরের মানুষের দাবী মেনে ৫৬ লক্ষ টাকা ব্যয়ে একটি ডিপ টিউবওয়েল তৈরি করা হল।যার ফলে বিস্তীর্ণ এলাকার বহু মানুষ উপকৃত হবেন।

মন্তব্যসমূহ