কালীঘাটের বস্তা ভর্তি কাটা টাকা কে ফেলল ?

 কালীঘাটে বস্তা ভর্তি কাটা টাকা কোথা থেকে এল , জানা গেল না 

নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ২৫ জানুয়ারিঃ আজো জানা গেল না , কোথা থেকে কালীঘাটে এসেছিল বস্তা ভর্তি কাটা টাকা।  রবিবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী এর বাড়ির সামনে ঘটে গেলো এক আশ্চর্য ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে স্থানীয় এলাকার মানুষেরা কালীঘাটের টালি নালার সংলগ্ন মুখার্জি ঘাট এ একটি বস্তা দেখতে পান। এর পরে তারা সামনে গেলে দেখতে পান একটি বস্তার মধ্যে প্রচুর 10 টাকার কয়েন ও অর্ধেক কাটা 5,10 ,50, 100 টাকার নোট পড়ে আছে। স্তম্ভিত হয়ে যান তারা কিছু টাকা উদ্ধার করা হলেও বেশিরভাগ টাকা অর্ধেক পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে স্থানীয় থানার পুলিশ। তবে কে বা কারা বস্তাবন্দি টাকা ফেলে চলে গিয়েছে কেনইবা এরকম করা হয়েছে এই বিষয়ে এখনও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে আরো জানা যায় যে স্থানে বস্তা পড়েছিল স্থান টি যথেষ্ট নিরিবিলি।

মন্তব্যসমূহ